• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুলাউড়ার বেরকুড়ি গ্রামে যুবতীকে অপহরন করে ধর্ষণ ও হত্যা

admin
প্রকাশিত মার্চ ১, ২০১৮
কুলাউড়ার বেরকুড়ি গ্রামে যুবতীকে অপহরন করে ধর্ষণ ও হত্যা

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নের বেরকুড়ি গ্রামের প্রদীপ ঘোষের মেয়ে চম্পা ঘোষকে গত ২৭/০২/২০১৮ইং দিবাগত রাতে একদল সন্ত্রাসী জোরপূর্বক অপরণ করে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষন করে পার্শ্ববর্তী খাদে ফেলে যায়। পরদিন ভোরে তাহার লাশ পার্শ্ববর্তী খাদে দেখতে পেয়ে তাহার বাবা প্রদীপ ঘোষ কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাহার লাশ খাদ হইতে উত্তোলন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। পরে উপস্থিত স্বাক্ষীগণের স্বাক্ষর গ্রহন করে এবং ধর্ষনের আলামত গ্রহন করার জন্য তাহার লাশ সিলেট এম,এ,জি,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতাঁকে ফোন করলে তিনি জানান, ভিকটিম চম্পা ঘোষের বাবা প্রদীপ ঘোষ বাদী হয়ে অপহরন করে ধর্ষন পূর্বক হত্যা মর্মে একটি অভিযোগ দায়ের করেন এবং তাতে উল্লেখ করেন যে, অত্র গ্রামের একজন প্রতিবেশী শাহাব উদ্দিন, পিতা- মোহাম্মদ রুশমত আলী গত ২৭/০২/২০১৮ইং দিবাগত রাতে সিলেট আরোগ্য ক্লিনিক থেকে চিকিৎসা শেষে গাড়িযোগে বাড়ীর পাশের রাস্তায় নেমে পায়ে হেটে বাড়ি ফেরার পথে রাত অনুমান ৩ টায় উক্ত গ্রামের পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঝাড়ের মধ্যে হঠাৎ একজন মেয়ে মানুষের ঘোঙানীর শব্দ শুনতে পান, তখন তিনি হাতের লাইট জ্বালিয়ে দেখতে পান কুলাউড়া থানা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও আওয়ামীলীগ নেতা শফি আহমদ সালমান-এর লালিত দুদর্শ সন্ত্রাসী বদরুল আলমের সহযোগী ৫/৬ জন সন্ত্রাসী একটি মেয়েকে জোরপূর্বক গলা চেপে ধরে হত্যার চেষ্টা করছে। তাকে দেখার সাথে সাথে সন্ত্রাসীরা তাকে অস্ত্র দেখিয়ে হুমকি দেয় যে, “যদি এ ব্যাপারে কোন কথা বলিস তাহলে তোকেও হত্যা করব”। বাদীর বিশ্বাস উক্ত সন্ত্রাসীরাই তাহার কন্যাকে অপহরন করে নিয়ে ধর্ষন ও খুন করেছে। তবে তদন্তে ঘটনার রহস্য উদঘাটন হইবে বলে তিনি আশাবাদী । তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয় নাই।