• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুলাউড়া থানাধীন উত্তর কুলাউড়া গ্রামে পূর্ব জেরে হত্যাকান্ড

admin
প্রকাশিত মে ২১, ২০২৩
কুলাউড়া থানাধীন উত্তর কুলাউড়া গ্রামে পূর্ব জেরে হত্যাকান্ড

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার আনুমানিক রাত ১০.৩০ ঘটিকার সময় কুলাউড়া থানাধীন উত্তর কুলাউড়া গ্রামে পূর্ব জেরে জনৈক আবেদ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উত্তর কুলাউড়া গ্রামের রুপা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী মারফতে ঘটনার বিবরণে জানা যায় যে, বহিস্কৃত পুলিশ সদস্য মোঃ ফজলে রাকিবের বাড়ীতে নিহত আবেদসহ কয়েকজন তরুণ উপস্থিত হয়ে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকে। তখন মোঃ ফজলে রাকিব ও তার ভাইগণ মিলে আবেদের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হলে সংঘর্ষ শুরু হয়। একে অপরকে আঘাতের উদ্দেশ্যে মারতে থাকে। তখন মোঃ ফজলে রাকিব আবেদের মাথায় লক্ষ্য করে আঘাত করিলে তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে মাটিতে লুঠিয়ে পড়ে। উক্ত ঘটনাটি চতুর্দিকে ছড়িয়ে পরার সাথে লোকসমাগম বাড়তে থাকলে সুকৌশলে তারা পালিয়ে যায়। তখন কুলাউড়া থানার লাশটি পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মৃতের পিতার কাছে লাশ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। লাশের দাফন শেষে মৃতের পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন মর্মে জানা যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।