
দেশের মোবাইল ফোন নম্বরে যোগ হচ্ছে নতুন একটি কোড। কোড নম্বরটি হচ্ছে ০১৩। কোডটি পাচ্ছে দেশের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণ ফোন।
শনিবার রাতে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এর আগে গ্রামীণ ফোন নতুন একটি কোড চেয়ে আবেদন করে বিটিআরসির কাছে। আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিটিআরসি গ্রামীণ ফোনকে ০১৩ কোড দেয়ার সিদ্ধান্ত নেয়।
এর ফলে গ্রামীণ ফোন দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে দু’টি কোড অর্থাৎ ০১৭ এবং ০১৩ ব্যবহার করবে।
এ ব্যাপারে গ্রামীণ ফোনে চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন গণমাধ্যমকে বলেন, গ্রামীণ ফোনের বর্তমান কোড নম্বর ০১৭ এর সিরিয়াল থেকে নম্বর বিক্রির কোটা (১০ কোটি) আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে।
ফলে নতুন কোড না পেলে নভেম্বরের পর থেকে গ্রামীণ ফোন নতুন কোন সিমকার্ড বিক্রি করতে পারবে না।
তিনি জানান, প্রায় দেড় বছর আগে গ্রামীণ ফোন নতুন একটি কোড নম্বর চেয়ে বিটিআরসির কাছে আবেদন করেছিল।