
স্পোর্টস ডেস্ক: ‘সিরিজের প্রথম ম্যাচটা সব সময়ই কঠিন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার একটা ব্যাপার থাকে। তাছাড়া এক হারেই যে সব শেষ হয়ে গেছে এমনও নয়। সিরিজে এখনো অনেক কিছু বাকি। এখনো আমাদের অনেক কিছু করার সুযোগ আছে।’ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর সংবাদ সম্মেলনে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন মাশরাফি বিন মর্তুজা।
রানটা এতো বেশি হওয়ার পরও মনোবল হারায়নি দল এমন মন্তব্য মাশরাফির। ‘বিশাল সংগ্রহের পরও আমরা ইতিবাচক ছিলাম। ব্যাটিংয়ে শুরুতে উইকেট হারালেও পরে মোটামুটি একটা সংগ্রহ গড়েছি। সামনে ওদের তিনশর আগে আটকাতে পারলে ভালো করার জন্য আশা জোগাবে।’
এদিকে বাংলাদেশ দলের হারের কারণ হিসেবে বাজে ফিল্ডিং-বোলিংকে দুষছেন মাশরাফি। ‘আমাদের ফিল্ডিং খুবই বাজে ছিল। ক্যাচ ফসকানো, মিস ফিল্ডিংয়ের কারণে রানটা বেড়ে যায়। তাছাড়া দুই-তিন রান করে অনেক রান নিয়েছে তারা। যেগুলো চেক দেয়া যেত।’
‘মিডল অর্ডার, লোয়ার অর্ডার আমাদের ভালো করেছে। তারপরও আমাদের ব্যাটিংটা আরও ভালো করা দরকার ছিল। আমাদের ব্যাটসম্যানদের জুটিগুলো যদি আরেকটু দীর্ঘ হত তবে ম্যাচ অন্য দিকে মোড় নিতেও পারতো।’
তবে টাইগারদের এমন হারের দিনে নতুন মাইলফলক গড়লেন মাশরাফি। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৫০০ রান, ২০০ উইকেট এবং ৫০টি ক্যাচের মালিক হয়ে অনন্য কীর্তি গড়লেন লাল-সবুজের অধিনায়ক।