• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সরকার পতনতো দূরর কথা কোন কিছু করার ক্ষমতা কারো নেই : মাহবুব-উল আলম হানিফ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৭
সরকার পতনতো দূরর কথা কোন কিছু করার ক্ষমতা কারো নেই :  মাহবুব-উল আলম হানিফ

সরকার পতনতো দূরর কথা কোন কিছু করার ক্ষমতা কারো নেই : মাহবুব-উল আলম হানিফবাংলার আলো ডেস্ক ::::: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সরকার পতনতো দূরের কথা কোন কিছু করার ক্ষমতা কারো নেই।
তিনি বলেন, জাতীয় ঐক্য করতে কে নিষেধ করেছে, বিএনপি কী কোন জাতীয় ঐক্য করতে চায়। আওয়ামী লীগের ঐক্য জনগণের সাথে, জনগণের শক্তিতেই শক্তিমান। তাই সরকার পতনতো দুরের কথা কোন কিছুই করার ক্ষমতা কারো নেই।
হানিফ আজ কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে দেশের জন্য, জনগণের জন্য কোন কিছুই করতে পারেনি। ক্ষমতার বাইরে থেকেও সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট করে জনগণের উপর আঘাত হেনেছে।
সেই বিএনপিকে জনগন কেন ভোট দেবে প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপির জয়লাভের কোন সুযোগ নেই।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, শিক্ষাবিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে তিনি কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাদ্রাসায় এক সুধী সমাবেশ এবং কুষ্টিয়া জেলা পরিষদের বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন।সূত্র: বাসস