
বিনোদন ডেস্ক:বলিউডের সুপারস্টার নায়ক সালমান খান আর রোমানিয়ান সুন্দরী লুলিয়াকে নাকি বিবাহিত। রোমানিয়া কিন্তু সে কথাই বলছে। সেখানে লুলিয়াকে এখন মিসেস খান।
রোমানিয়ার একটি সংবাদপত্রে লুলিয়াকে “ডোয়ামা খান” বলে উল্লেখ করা হয়ছে। যার মানে, “রয়্যাল মিসেস খান”। তবে এই ব্যাপারে এখনও সরাসরি হাঁ বা না কিছুই বলেননি ‘বজরাঙ্গি ভাইজান’ সালমান।
সূত্রের খবর, লুলিয়া বৌদ্ধ ধর্মের মেয়ে হলেও তিনি বিচক্ষণ, বুদ্ধিমতি। সালমানের মতো তিনিও ছোটো ছেলে-মেয়েদের ও পশু ভালোবাসেন। সালমানের সঙ্গে অনেক বিষয়েও নাকি মিল আছে তার। আর সেই কারণেই সালমান লুলিয়াকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন।
তবে রোমানিয়ার সংবাদমাধ্যম যাই বলুক। এখনো ভারতের মোস্ট এলিজেবেল তকমা থেকে বেরিয়ে আসেননি সালমান খান। লুলিয়ার সঙ্গে তিনি অনেকদিন ধরেই মিশছেন। একসঙ্গে পার্টিতে যাচ্ছেন। সালমানের শুটিং স্পটে যাচ্ছেন লুলিয়া। এমনকী সালমানের মা সালমার সঙ্গেও দেখা গেছে তাকে।
এদিকে, সুলতান ছবির জন্য লাদাখে রয়েছে ভাইজান। তবে একা নন সঙ্গে লুলিয়াও। লাদাখ সফরে লুলিয়াকে নিয়ে দেখা করে এসেছেন বৌদ্ধ ধর্ম-প্রধান দলাই লামার সঙ্গে। এখন মনে করা হচ্ছে, বিয়ের পর আশীর্বাদ নিতেই দলাই লামার কাছে গিয়েছিলেন এক সাথে।