
বিনোদন ডেস্ক : গল্পটা প্রেমের। আর প্রেমিক বেকার যুবক। একেতো গানপাগল তারপর আবার আবেগপ্রবণ। বশে রাখা যে কঠিন; তা আর বুঝতে বাকী! এমন এক প্রেমিকের প্রেমে পড়ে দায়িত্বশীল হয়ে উঠেছেন চিত্রনায়িকা অধরা খান। সাদামাটা চারিত্রিক বৈশিষ্ট্যের মেয়েটিই পরিস্থিতি সামাল দিতে নিজেকে প্রমাণ করেছেন একজন বাস্তববাদী মানুষ হিসেবে। এমনটাই জানালেন অভিনেত্রী অধরা খান।
অধরা খান জানান, সিনেমার শিরোনাম ‘মনের শহরে’। এটি পরিচালনা করছেন তরুণ পরিচালক সাজ্জাদ খান। সাজ্জাদ খান মেধাবী নির্মাতা। তিনি গল্পটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করছি কাজ করতে গিয়ে কোন সমস্যা হবে না। আমার এই ধরণের রোমান্টিক, বাস্তব এবং বাণিজ্যিক ঘরানার সিনেমার প্রতি দুর্বলতা রয়েছে। মনের মতো গল্প। সব মিলে ব্যাটে বলে মিলে গেছে। আশা করছি চরিত্রের মধ্যে শতভাগ প্রবেশ করতে পারবো।
উল্লেখ্য, অধরার বিপরীতে অভিনয় করেছেন মেধাবী অভিনেতা ইমরান। ইমরান ফেয়ার এন্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইনের মাধ্যমে বড় পর্দায় আসেন। এর আগে, তিনি ‘গাড়িওয়ালা’ ও ‘গোপন’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন। আগামী ১২ মার্চ থেকে সিনেমার শুটিং শুরু হবার কথা রয়েছে।