
বাংলার আলো ডেস্ক :::::::: নতুন বছরের প্রথম দিনই নাম ঘোষণা করা হয়েছে শাহরুখ খানের নতুন সিনেমার। গত বছরের মাঝামাঝি সময় থেকেই আলোচনায় আছে শাহরুখ খানের নতুন ওই সিনেমাটি। কারণ ছবিতে কিং খান অভিনয় করছেন বামন চরিত্রে।
ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে ‘যাব তাক হ্যায় জান’ ছবির দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মাকে।
জনপ্রিয় পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন এই সিনেমার নাম কী তা জানা যায়নি এতোদিন। যদিও সিনেমাটির জন্য আগেই ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা গেছে শাহরুখকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হয়েছে শুটিংয়ের মুহুর্তের বেশ কিছু ছবিও।
অবশেষে নতুন বছরেই আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হলো সিনেমার। শাহরুখের নতুন ছবির নাম ‘জিরো’। শুধু নাম ঘোষণাই নয়, মুক্তি পেয়েছে ছবির টিজারও।