• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এবার ‘ধুম রিলোডেড’ ছবিতে শাহরুখ

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৬
এবার ‘ধুম রিলোডেড’ ছবিতে শাহরুখ

বিনোদন ডেস্ক:ধুম’ সিরিজের প্রত্যেক ছবিতে খলনায়ক বাছাই করতে বেশ চিন্তাভাবনা করেন আদিত্য চোপড়া। জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের মতো তারকারা ছিলেন তার পছন্দের তালিকায়। এবার পরবর্তী ছবি‘ধুর: রিলোডেড’-এ শাহরুখ খানতে নিতে চাচ্ছেন আদিত্য।

এক সূত্র বলেছে, ‘ধুম’ এর পরবর্তী ছবির জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেয়া হয়েছে। এটি তারিখ ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়েছে। শাহরুখের আগে সালমান খানকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এখন কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে রাজি নন ‘সুলতান’ অভিনেতা। তবে শাহরুখ এর আগে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তাই এই বিষয় নিয়ে তার কোনো সমস্যা নেই। আর ধুমের খলনায়ক চরিত্রগুলো তো আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ।

সূত্রটি আরো বলেছে, আদিত্যর কৌশল হচ্ছে ধুমের এক ছবি থেকে পরের ছবিতে আরো বড় পরিসরে করা। ছবিতে রণবীর সিংকে এসিপি জয় দীক্ষিতের চরিত্রে দেখা যাবে।news_picture_35841_shahrukh1