• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোলমালে কে থাকছেন আলিয়া না শ্রদ্ধা?

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৬
গোলমালে কে থাকছেন আলিয়া না শ্রদ্ধা?

news_picture_36047_shraddha_kapor__alia_bhatt1বিনোদন ডেস্ক : এবার হয়তো বন্ধুত্বের দৌড়ে আলিয়া ভাটকে টক্কর দিয়ে কিছুটা এগিয়ে গেলেন শ্রদ্ধা কাপুর। শোনা যাচ্ছে, গোলমাল এগেন এ আলিয়া নয়, থাকবেন শ্রদ্ধা।

ফিল্মমেকার রোহিত শেট্টি গোলমালের চতুর্থ পার্ট তৈরি করতে চলেছেন। ছবিতে থাকবেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্শি, তুষার কাপুর ও শ্রেয়াস তলপারে।

রোহিত জানিয়েছিলেন, এবার এই পার্টে দেখা যাবে নতুন অভিনেতা-অভিনেত্রীকেও। ঠিক সেই সময় আলিয়া ও শ্রদ্ধার নাম উঠে আসে।

তবে এদের মধ্যে কাকে রোহিত নিশ্চিত করবেন সেই বিষয় এখনও কিছুই জানা যায়নি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল কারিনা কাপুর খানের। কিন্তু, সম্প্রতি তার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার ফলে ছবির জন্য বলা হয়নি তাকে। তাই গোটা ছবিতে না থাকলেও, ছবির একটি গানের দৃশ্যে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন কারিনা।