• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিছানা শেয়ার করা নিয়ে এখনও কিছু ভাবিনি: নেহা

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৬
বিছানা শেয়ার করা নিয়ে এখনও কিছু ভাবিনি: নেহা

Xe909TM410qN958neha_dhupia_20090731-008বিনোদন ডেস্ক: অভিনেত্রী নেহা ধুপিয়া তার ক্যারিয়ারে খুব বেশি স্পটলাইট না পেলেও বলিউডে বেশ কিছু হিট ছবি যেমন ক্যায়া কুল হ্যায় হম, হে বেবি, দে তালি, দে দনা দন প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। তবে বরাবরই বেশ সাহসী, কনফিডেন্ট ও আউটস্পোকেন হিসাবেই নেহা পরিচিত।

গতকাল ছিল তার ৩৬ তম জন্মদিন। এদিনে তিনি নিজে একটি প্রোডাকসন কোম্পানি তৈরি করেছেন। নেহার কথায়, এটিই তার পক্ষ থেকে নিজের প্রতি উপহার। আর পাঁচজন সেলিব্রিটির মতো দামি গয়না, গাড়ি, বাড়ি দিয়ে তিনি প্রচারে থাকতে চান না।

সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে নেহা বলেন, বেশ অনেকদিন ধরেই এই প্রশ্নটির সম্মুখীন তাকে হতে হয়েছে। কিন্তু আজ তিনি কোনভাবেই মনে করেন না এইসব প্রশ্নের আদৌ কোন মানে রয়েছে। তিনি আরও বলেছেন, জীবনে তিনি একা থাকুন বা কাউকে বিয়ে করুন, তাতে কারও কিছু যায় আসে না। জীবনে একা থাকার সঙ্গে বিয়ের কোন সম্পর্ক নেই। নেহার নিজের কথাতেই, কারও সঙ্গে বিছানা শেয়ার করার বিষয়ে এখনও কিছু ভাবিনি।