
বিনোদন ডেস্ক: আগামী বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে শাহরুখ খান অভিনীত রইস ও হৃতিক রোশান অভিনীত কাবিল। এ ছাড়া একই দিনে মুক্তি পাবে সিনেমা দুটি। তাই বক্স অফিস লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা।
এদিকে দুটি সিনেমাতেই রয়েছে একটি করে আইটেম গান। শাহরুখের রইস সিনেমার আইটেম গানে দেখা গেছে সানি লিওনকে। অন্যদিকে কাবিলর গানে রয়েছেন উর্বশী রাউটেলা। এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে এই দুটি আইটেম গান। দুটি গানই রিমেক হয়েছে। আর এতে সানির চেয়ে উর্বশীকেই বেশি পছন্দ করেছে দর্শক।
কাবিলর ‘হাসিনো কা দিওয়ানা’ ও রইসর ‘লায়লা ম্যায় লায়লা’ গান দুটির মধ্যে কোনটি বেশি পছন্দ, এ নিয়ে একটি জরিপ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইম। এতে উর্বশীর গান পেয়েছে ৫২ দশমিক ৫৩ শতাংশ ভোট এবং সানির গান পেয়েছে ৪৭ দশমিক ৪৭ শতাংশ ভোট।