
বিনোদন ডেস্ক: ২০১১-১২ সালে সাংসদ হিসেবে কয়েকবছর আগে নিজেই সেবি এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে চিঠি দিয়েছিলেন তাপস পাল। সেই চিঠিতে তিনি পশ্চিমবঙ্গের বেআইনি অর্থলগ্নি সংস্থার বাড়বাড়ন্তের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাপস পাল।
সেই চিঠিতে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অর্থলগ্নি সংস্থার নামে অভিযোগ করেছিলেন তাপস। কিন্তু আশ্চর্যজনকভাবে রোজভ্যালির নাম সেখানে লেখেননি তৃণমূল সাংসদ। অথচ এরাজ্যে দীর্ঘদিন ধরেই রোজভ্যালি বাজার থেকে টাকা তুলছে। এদিন জেরার সময়ে এই বিষয়টি নিয়ে তাপসকে প্রশ্ন করেন সিবিআই গোয়েন্দারা। তাঁরা জানতে চান, অন্যান্য অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানালেও কেন রোজভ্যালির বিরুদ্ধে অভিযোগ জানালেন না? এর পিছনে কি তাঁর কোনও স্বার্থ কাজ করেছিল?
সিবিআই-এর প্রশ্নের যথাযথ জবাব তাপস পাল দিতে পারেননি। সিবিআই গোয়েন্দাদের দাবি, রোজভ্যালি বাজার থেকে টাকা তুলছে, সেই খবর তাপস পাল জানতেন না, এটি বিশ্বাসযোগ্য নয়। ফলে কার্যত তাপসের অস্ত্রকেই তাঁকে ফাঁদে ফেললেন সিবিআই গোয়েন্দারা।