• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এবার ভাইরাল হলো শুভশ্রীর ছবি

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৬
এবার ভাইরাল হলো শুভশ্রীর ছবি

টলিউড অভিনেত্রী শুভশ্রীর কিছু ছবি নিয়ে এখন ইন্টারনেট জুড়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই ভাইরাল হয়ে যায় ছবিগুলো।

‘অভিমান’ সিনেমায় চিত্রনায়ক জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শুভশ্রী। এখন ইতালিতে শুটিং করছেন তারা। কিন্তু শুটিং না থাকায় ইতালির বিচে নিজের মতো করে সময় কাটান শুভশ্রী। ঐ মুহূর্ত ফ্রেমবন্দি হন এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিতে দেখা যায়, পরনে সাদা টি-শার্ট আর জিন্স। গোধুলী লগন। সমুদ্র সৈকতের বালির ওপর গা এলিয়ে শুয়ে আছেন শুভশ্রী। অন্য একটি ছবিতে সমুদ্র জলে দাঁড়িয়ে আছেন শুভশ্রী। প্রতিটি ছবিতে বেশ আবেদনময়ী লাগছে এই অভিনেত্রীকে।

রাজ চক্রবর্তী নির্মাণ করছেন অভিমান সিনেমাটি। এতে শুভশ্রী-জিৎ ছাড়াও আরো অভিনয় করছেন সায়ন্তিকা।news_picture_35703_subhasrae1