• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোপনে বিয়ে করে ফেলেছেন সালমান খান!

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৬
গোপনে বিয়ে করে ফেলেছেন সালমান খান!

বিনোদন ডেস্ক:সব জল্পনার অবসান ঘটিয়ে গোপনে বিয়ে করে ফেলেছেন সালমান খান! বেশ কিছুদিন ধরে টলি-পাড়ায় কানাঘুসো চলছে, চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন বলিউড এই সুপারস্টার। কিন্তু সব গুঞ্জনে জল দিয়ে দিল রোমান এক ম্যাগাজিন।

সম্প্রতি এক সংখ্যায় তাঁরা জানা, বিয়ে হয়ে গিয়েছে সালমান-লুলিয়ার! প্রমাণ হিসাবে তাঁরা বলেন, ইতিমধ্যে রাশিয়ায় লুলিয়া চেঞ্জ করে ফেলেছেন তার মান। সমস্ত অফিশিয়াল কাগজে তিনি নিজের নাম লিখছেন, ‘ডোয়ামা খান’, ইংলিশে অনুবাদ করলে এই লাইনের মানে হয় ‘মিসেস খান’।

যদিও এখনও সালমান মুখ খোলেননি লুলিয়া ও নিজের সম্পর্ক নিয়ে! কিন্তু হাবভাবে বুঝিয়েছেন অনেক কিছু। তাই এখন প্রশ্ন উঠছে সত্যি কি সালমান বিয়ে করে ফেলেছেন! তবে যা রটে তাঁর কিছুটা তো বটে। আর বটে যদি হয় তাহলে! মন ভাঙতে চলেছে অনেক মেয়ের!

আপাতত কবীরের সুলতান ছবির জন্য লাদাখে রয়েছে ভাইজান। তবে একা নন সঙ্গে লুলিয়াও। লাদাখ সফরে লুলিয়াকে নিয়ে দেখা করে এসেছেন বৌদ্ধ ধর্ম-প্রধান দলাই লামার সঙ্গে। এখন মনে করা হচ্ছে, বিয়ের পর আশীর্বাদ নিতেই লামার কাছে গিয়েছিলেন জোড়ায় জোরায়। তবে পুরোটাই এখন প্রশ্নের মুখে। উত্তর দেবে সময়news_picture_35722_salman1