বিনোদন ডেস্ক: যে সানি লিওনে বিশ্ব মাত তিনিই নাকি হেরে গেলেন কয়েকজন কলেজছাত্রীর কাছে! চোখ কপালে উঠেছে নিশ্চয়ই? তাহলে মনে করুন ‘রাগিনী এমএমএস-২’ ছবির হিট গান ‘বেবি ডল’-এর কথা। মনে পড়েছে তো? সুপারহিট সেই গানের সঙ্গে আরও সুপারহিট ডান্স দর্শকদের করেছিল মাতোয়ারা।
সানি লিওনের নাচ লাস্যে, বিভঙ্গে তাকে বলিউডের ‘বেবি ডল’ খ্যাতি এনে দিয়েছিল। আর সেই নাচকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন দিল্লি আইআইটির পাঁচ ছাত্রী। ‘বেবি ডল’ গানের সঙ্গে ড্যান্সের সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কলেজ ফাংশনে পাঁচ ছাত্রীর সেই নাচ দেখে সত্যিই মন ভরে যাবে। শুধু মন ভরা নয়, চোখ ছানাবড়া হয়ে যেতে পারে।